বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে থমকে গিয়েছিল পাকিস্তান। এরপর যুক্তরাষ্ট্রের লডারহিলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের ক্রিকেটাঙ্গনে স্বস্তি ফিরিয়েছে সালমান আলি আগারা। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ে উৎসবে মেতেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মাটিতেই এমন গ্রান্ড সেলিব্রেশন তাদের চাপমুক্তিরই জানান দিচ্ছে।
জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় উদযাপনে শুধু স্থানীয় পাকিস্তানি প্রবাসীরা নয়, বরং যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ধর্মীয়, সামাজিক, ব্যবসায়িক ও গণমাধ্যম ব্যক্তিত্বরাও অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজন করেন প্রখ্যাত পাকিস্তানি-আমেরিকান ডেমোক্রেটিক নেতা তাহির জাভেদ। তিনি জাতীয় দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং খেলোয়াড়দের শুভকামনা জানান। এই অনুষ্ঠানকে তিনি “জাতীয় ঐক্য ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানিদের অভিন্ন আবেগের প্রতিফলন” বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি, প্রবাসী ও মানবসম্পদ বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ।
অতিথিরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ও জাতীয় পতাকা নাড়িয়ে বিজয়ের উল্লাসে ফেটে পড়েন। কেক কেটে জয় উদযাপন করা হয়, যা অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলে।
সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে।
এমএইচ/এএসএম