উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

2 days ago 13

কক্সবাজারের উখিয়ায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী স্টেশন এলাকাায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম সোহেল বলেন, মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেয়। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার ওসি মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

Read Entire Article