উগান্ডার বিস্ময়কর প্রাকৃতিক স্বর্গভূমি

14 hours ago 4

আমাদের এবারের ভ্রমণ ছিল আফ্রিকার হৃদয়ে অবস্থিত উগান্ডার এক বিস্ময়কর প্রাকৃতিক স্বর্গভূমি, মার্চিসন ফলস ন্যাশনাল পার্কে। এই পার্কে পা রাখার মুহূর্তেই মন ভরে যায় সবুজের অপরূপ মেলায়, বিস্তৃত প্রান্তরের নীরব সৌন্দর্যে, আর বন্যপ্রাণীদের অনাবৃত জীবনের চিত্রকল্পে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শারোঠি নামের একটি স্থান থেকে। ভোরের স্নিগ্ধ আলোয় আমরা যখন পাহাড়ি পথে ওপরে উঠছিলাম; তখন দূর থেকে ভেসে আসছিল এক অদৃশ্য সুর। এমন এক গর্জন, যা কেবল প্রকৃতিরই ভাষা। অচিরেই আমরা বুঝতে পারলাম, সেই শব্দ আর কিছু নয়, পৃথিবীর অন্যতম শক্তিশালী জলপ্রপাত মার্চিসন ফলসের অবিরাম গর্জন।

এখানে এসে যে জিনিসটি আমাদের বিস্মিত করেছিল, তা হলো এর অনন্য বৈচিত্র্য। প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক আশ্চর্য রূপ যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। বিস্তীর্ণ জমিতে সবজির চাষ, বিশেষ করে বেগুন দেখে এক অদ্ভুত আনন্দে মন ভরে উঠলো। মনে হলো, এ যেন কেবল একটি ন্যাশনাল পার্ক নয় বরং মানুষের জীবিকা আর প্রকৃতির সম্পদের এক সুন্দর সংমিশ্রণ। মার্চিসন জলপ্রপাতের কাছে পৌঁছে আমরা যেন অন্য এক জগতে প্রবেশ করলাম।

নাইল নদী এখানে এসে প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। মাত্র সাত মিটার চওড়া এক শিলার ফাঁক দিয়ে সমগ্র নদীর জল গর্জে ওঠে, তারপর ৪৩ মিটার নিচে পতিত হয়ে লেক আলবার্টের দিকে ছুটে যায়। এত সংকীর্ণ ফাঁক দিয়ে নীলনদের অবিশ্বাস্য শক্তিতে পতিত হওয়ার দৃশ্য যে কাউকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। লেক ভিক্টোরিয়া থেকে প্রবাহিত পানি প্রতি সেকেন্ডে তিনশ ঘনমিটার হারে এই সংকীর্ণ গিরিখাদ দিয়ে নেমে আসে। এমন দৃশ্য পৃথিবীর আর কোথাও সহজে দেখা যায় না।

উগান্ডার বিস্ময়কর প্রাকৃতিক স্বর্গভূমি

এই জলপ্রপাতকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি ও ঐতিহাসিক কাহিনি। ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন, খ্রিষ্টাব্দ ৬১ সালে রোম সম্রাট নিরো যখন নীলনদের উৎস অনুসন্ধানের জন্য সেনাদল পাঠিয়েছিলেন, তারা হয়তো এখান পর্যন্ত এসে পৌঁছেছিলেন। যদিও এই যাত্রা সম্ভব হয়েছিল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু শুধু ধারণাটাই জলপ্রপাতের মাহাত্ম্যকে আরও রহস্যময় করে তোলে। পরবর্তীকালে ইউরোপীয় অভিযাত্রী স্যামুয়েল বেকার ও তার স্ত্রী ফ্লোরেন্স বেকারই প্রথম আনুষ্ঠানিকভাবে এই জলপ্রপাত দর্শন করেন। স্যামুয়েল বেকার জলপ্রপাতটির নামকরণ করেছিলেন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি রডেরিক মার্চিসনের নামে। এই নাম থেকেই পরবর্তীতে পার্কটির নাম হয় মার্চিসন ফলস ন্যাশনাল পার্ক।

তবে জলপ্রপাতের নামের ইতিহাসও কম নাটকীয় নয়। ১৯৭০-এর দশকে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন এটিকে কাবালেগা ফলস নামে পরিবর্তন করেন, বুনিয়োরো রাজ্যের রাজা কাবালেগার প্রতি শ্রদ্ধা জানিয়ে। যদিও এই নাম কখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি, আমিনের পতনের পর পুনরায় নাম ফিরে আসে মার্চিসন ফলস। আজও অনেকেই একে কাবালেগা ফলস বলেও ডাকেন, যা জলপ্রপাতটির দ্বৈত পরিচয়কে ধরে রেখেছে।

আরও পড়ুন

জলপ্রপাতের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হলো বিখ্যাত মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের দুর্ঘটনা। ১৯৫৪ সালে তিনি এখানে আসার সময় এক বিমান দুর্ঘটনার শিকার হন, যদিও তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। এমন ঘটনাও এই জলপ্রপাতকে এক রহস্যময় কাহিনির আবরণে ঢেকে দিয়েছে। আর সাম্প্রতিককালে ২০১৯ সালে উগান্ডা সরকার দক্ষিণ আফ্রিকার এক বিদ্যুৎ কোম্পানির প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প বাতিল করে, যাতে এই জলপ্রপাতকে অক্ষুণ্ণ রাখা যায়। কারণ এটি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং উগান্ডার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র, যা দেশের অর্থনীতির জন্যও অপরিসীম গুরুত্বপূর্ণ।

উগান্ডার বিস্ময়কর প্রাকৃতিক স্বর্গভূমি

আমাদের যাত্রাপথে যখন আমরা দাঁড়িয়ে এই জলপ্রপাত দেখছিলাম; তখন মনে হচ্ছিল যেন পুরো প্রকৃতি এখানে তার শক্তি আর সৌন্দর্যের সর্বোচ্চ রূপটি উপস্থাপন করছে। সাদা ধোঁয়ার মতো পানির কণা বাতাসে ছড়িয়ে পড়ছিল, সূর্যের আলোয় সেই কণাগুলো রঙিন রামধনুর মতো ঝিলমিল করছিল। গর্জনরত পানির শব্দে চারপাশ কাঁপছিল, অথচ সেই শব্দের মাঝেই ছিল এক অনন্য সুর, যা হৃদয়কে শান্ত করছিল।

এই ভ্রমণ আমাদের শিখিয়েছে, প্রকৃতি কেবল চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার এক অভিজ্ঞতা। মার্চিসন জলপ্রপাত কেবল একটি ভৌগোলিক স্থান নয় বরং প্রকৃতির শক্তি, ইতিহাসের সাক্ষ্য আর মানুষের আবেগের এক অদ্বিতীয় সমন্বয়। এখানে দাঁড়িয়ে বুঝতে পারা যায়, পৃথিবীর বুকে এখনো কিছু স্থান আছে; যা কেবল বিস্ময় জাগায় না বরং আমাদের ভেতরের মানুষটিকেও জাগিয়ে তোলে।

তাই এই যাত্রার শেষে মনে হলো, আমরা কেবল একটি জলপ্রপাত দেখিনি বরং জীবনের এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। মার্চিসন ফলস আমাদের মনে চিরস্থায়ী হয়ে রইলো এক অমলিন স্মৃতি হিসেবে, যা বারবার ডেকে নিয়ে যাবে সেই অবারিত প্রকৃতির কোলে।

এসইউ/এমএস

Read Entire Article