উচ্চফলনশীল ধানবীজ পেলেন মধুপুরের ১৮০০ কৃষক

3 weeks ago 12

উচ্চফলনশীল উন্নত মানের ধানবীজ পেলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুই সহস্রাধিক কৃষক। বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

ধানবীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১২টি উপজেলার প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলাতেও দুই সহস্রাধিক কৃষকের মধ্যে এ ধান বীজ বিতরণ করা হলো। যার ফলে সারা দেশের মতো মধুপুরের কৃষকরাও এর সুফল পাবেন। ধানবীজ বিতরণের সময় মধুপুরের বিভিন্ন ইউনিয়নের দুই সহস্রাধিক কৃষক উপস্থিত হয়ে বীজ গ্রহণ করেন।

Read Entire Article