উজ্জ্বল পোদ্দারের পরলোকগমন

4 months ago 19

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্রী ড. তাপসী ঘোষের স্বামী ফার্মাসিস্ট উজ্জ্বল পোদ্দার পরলোকগমন করেছেন। 

মঙ্গলবার (০৬ মে) সকাল ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক ডিগ্রি শেষে উজ্জ্বল পোদ্দার ওষুধশিল্পে ব্যবসা শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার (০৬ মে) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর পর বিকেলে লালবাগ শ্মশানে উজ্জ্বল পোদ্দারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে উজ্জ্বল পোদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপিত জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মনীন্দ্র কুমার নাথ শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তারা।

Read Entire Article