উত্তরপত্র চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন ২০০ শিক্ষার্থী

3 months ago 53

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন প্রায় ৬০ হাজার শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণের সেই ফল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে মধ্যে ১ হাজার ৩৩০ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। আর ফেল থেকে সর্বোচ্চ ফলাফল বলে বিবেচিত জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার বলেন, গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা নেওয়া হয়। এবার ঢাকা বোর্ডে ৫৯ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন করেন। অনেকে একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র চ্যালেঞ্জ করেন। সেই হিসাবে মোট ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়। তাতে ১ হাজার ৩৩০ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article