উত্তরাঞ্চলে কমতে পারে রাতের তাপমাত্রা

3 hours ago 4

১০ জানুয়ারির পর থেকে সারাদেশে ক্রমশ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ উঠানামা করেছে। ফলে শীত অনেকটা কমে গেছে। তবে আজ থেকে সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার দেশের রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা (১-২) ডিগগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যতম তাপমাত্রা হ্রাস পেলেও খুব বেশি শীত নামবে না।

আরও পড়ুন:

রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। আজ ঢাকার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর

Read Entire Article