আগামী তিনদিন সারাদেশে ভারী শীতের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আজ শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দেশের অন্যত্র তাপমাত্রা ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৮ তারিখের পর থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। এর আগে পর্যন্ত ভারী শীতের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আরএএস/এমআরএম/এএসএম