উত্তেজনাকর সেমিতে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নৌবাহিনী

5 hours ago 6

কাবাডিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা। ব্যতিক্রম হয়নি রোববার বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালেও। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের সেমিফাইনাল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৩২-৩২ পয়েন্টে।

‘ক’-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছিল সেনাবাহিনী। আর ‘খ’-গ্রুপ থেকে রানার্স আপ হয়েছে নৌবাহিনী। শুরু থেকে দারুন আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকে নৌবাহিনী। শুরুতেই ১১-১ পয়েন্টে এগিয়ে যায় তারা। তবে দারুণভাবে খেলায় ফিরে দ্রুতই ব্যবধান কমিয়ে আনে সেনাবাহিনী। প্রথমার্ধের খেলা ছিল দারুণ জমজমাট। মাত্র এক পয়েন্টে এগিয়ে ছিল নৌ বাহিনী। সেনাবাহিনীর পয়েন্ট ছিল ১৬ আর নৌবাহিনীর ১৭।

দ্বিতীয়ার্ধেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। টান টান উত্তেজনা ছিল ম্যাচের প্রতিটা মুহূর্ত। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচের নির্ধারিত সময় শেষে দুই দলের পয়েন্ট সমান ৩২ ছিল। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।‌ দুই দলই পাঁচটি করে রেইড করার সুযোগ পায়। আর সেখানে বাজিমাত করে নৌবাহিনী। ৩৮-৩৬ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালের জায়গা করে নেয় তারা।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর ফেরদৌস শেখ। সোমবার বিকেল চারটায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের। একই দিনে নারী বিভাগের দুটি সেমিফাইনালও অনুষ্ঠিত হবে।

আরআই/আইএইচএস/

Read Entire Article