উদ্বোধনের আগেই ভেঙে যাওয়া সেই যুদ্ধজাহাজ উদ্ধার

2 months ago 28

অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর এটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে উদ্বোধন চলাকালে জাহাজের নিচের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর এটিকে পুনরুদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (০৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মে মাসে প্রথম উদ্বোধনী প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চংজিন শহরের বন্দরে নোঙর করা হয়েছে। জুনের শুরুতে জাহাজটির ভারসাম্য পুনরুদ্ধারের পর বৃহস্পতিবার এটি বন্দরে নোঙর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্র্যাডল অকালে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজটির হাল ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে জাহাজটির পাশাপাশি উৎক্ষেপণ ব্যর্থ হয়, ফলে জাহাজটি আংশিকভাবে উল্টে যায়। কিম এই ঘটনাকে ‘চরম অসতর্কতার কারণে সংঘটিত অপরাধমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেন। কেসিএনএ জানায়, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে রাজিন ডকইয়ার্ডে জাহাজটির হাল পরীক্ষা করে পরবর্তী পর্যায়ের মেরামত কাজ শুরু হবে। এই মাসের শেষে ক্ষমতাসীন দলের বৈঠকের আগেই জাহাজটির পূর্ণ পুনরুদ্ধার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন, ‘ডেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে।’

পিয়ংইয়ং দাবি করেছে, চোয়ে হিয়ন ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে। 

Read Entire Article