‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

অন্যান্য বছরের মতো এ বছরও গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ, গোসাইরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন সরদার, গোসাইরহাট উপজেলার যুবদল সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মেনন ঢালীসহ সংগঠনের সদস্যরা। সামাজিক সংগঠন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন, চক্ষু শিবির, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায়দের মধ্যে নগদ অর্থ, গাভী ও হুইলচেয়ার প্রদান, করোনাকালীন ১৮০০ পরিবারে ত্রাণ বিতরণ, প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি এবং গৃহহীনদের গৃহ নির্মাণ সহযোগিতাসহ, বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। সংগঠনের মুখপাত্র মো. ফুয়াদ আহমেদ বলেন, গোসাইরহাটবাসীর যে কোনো প্রয়োজনে ও স

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

অন্যান্য বছরের মতো এ বছরও গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ, গোসাইরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন সরদার, গোসাইরহাট উপজেলার যুবদল সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মেনন ঢালীসহ সংগঠনের সদস্যরা।

সামাজিক সংগঠন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোসাইরহাটের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন, চক্ষু শিবির, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায়দের মধ্যে নগদ অর্থ, গাভী ও হুইলচেয়ার প্রদান, করোনাকালীন ১৮০০ পরিবারে ত্রাণ বিতরণ, প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি এবং গৃহহীনদের গৃহ নির্মাণ সহযোগিতাসহ, বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

সংগঠনের মুখপাত্র মো. ফুয়াদ আহমেদ বলেন, গোসাইরহাটবাসীর যে কোনো প্রয়োজনে ও সমস্যা সংকুল পরিস্থিতিতে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন সহযোগিতা ও ভালোবাসা নিয়ে পাশে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow