উপকূলে চীনা বিমানবাহী রণতরী, ‘উপযুক্ত বার্তা’ জাপানের

3 months ago 34
জাপান উপকূলে চীনের বিমানবাহী রণতরী শনাক্ত হয়েছে। দেশটির ইও জিমার অঞ্চলের পূর্বের জলসীমায় এটি প্রথমবারের মতো যাত্রা করেছে। এজন্য চীনকে ‘উপযুক্ত বার্তা’ দিয়েছে জাপান।   সোমবার (০৯ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে,  চীনের বিমানবাহী রণতরী প্রথমবারের মতো ইও জিমার পূর্বে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে জাপান। সোমবার জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র বলেন, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে ইও জিমা দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমা দিয়ে যাত্রা করেছে।  জাপানের প্রধান মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, জাপান নজরদারি জোরদার করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। তিনি জানান, জাপান চীনের কাছে ‘উপযুক্ত বার্তা’ পাঠিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। রয়টার্স জানিয়েছে, ইও জিমা টোকিও থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জাপানের জয়েন্ট স্টাফের একটি বিবৃতিতে গত সপ্তাহান্তে বলা হয়, লিয়াওনিং, অন্যান্য কিছু জাহাজের সঙ্গে, ইও জিমার পূর্বে অবস্থিত দূরবর্তী দ্বীপ মিনামিতোরিশিমার কাছে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের সমুদ্রে যাত্রা করেছে। জাপান আরও নিশ্চিত করেছে যে, রোববার ইও জিমার দক্ষিণ-পূর্ব জলসীমায় লিয়াওনিং থেকে ফাইটার জেট এবং হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই রণতরীর যাত্রাকে ‘আন্তর্জাতিক আইন ও রীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ’ বলে  উল্লেখ করেছে।  মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চীন সর্বদা প্রতিরক্ষামূলক জাতীয় প্রতিরক্ষা নীতি অনুসরণ করে। জাপানকে এই বিষয়ে বস্তুনিষ্ঠ ও যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
Read Entire Article