সর্বকালের সেরা এশিয়া কাপের একাদশ বাছাই করলেন ভারতীয় তারকা

4 hours ago 3
নিজের পছন্দের সর্বকালের সেরা ভারতীয় এশিয়া কাপের একাদশ প্রকাশ করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ও ক্রিকেট বিশ্লেষক সাবা করিম। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে নিজের সর্বকালের ভারতীয় এশিয়া কাপ একাদশ ঘোষণা করেন তিনি।  সবাইকে চমকে দিয়ে সাবা করিমের একাদশে জায়গা হয়নি বর্তমান ভারতীয় ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। অথচ এশিয়া কাপে ৯৩৯ রান এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৬ রান) রোহিতের দখলেই। তাকে বাদ দেওয়ায় ক্রীড়াপ্রেমী অনেকেই করিমের সমালোচনায় মাতেন। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে গাঙ্গুলীকে। নিজের পছন্দের একাদশে ওপেনার হিসেবে করিম রেখেছেন দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে। মিডল অর্ডারে রাখা হয়েছে বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না ও উইকেটরক্ষক-ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন কপিল দেব। স্পিন আক্রমণে আছেন অনিল কুম্বলে ও হরভজন সিং। পেস আক্রমণে আস্থা রাখা হয়েছে জহির খান ও জাসপ্রিত বুমরাহর ওপর। সাবা করিমের সর্বকালের ভারত এশিয়া কাপ একাদশ- শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, এমএস ধোনি (উইকেটরক্ষক), কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, জহির খান, জাসপ্রিত বুমরাহ।
Read Entire Article