নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির সময় আটক তিন
নিউমার্কেট শাহনেওয়াজ হলের সামনে থেকে ইজিবাইকে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্ররা। আটকরা হলেন আনোয়ার, হোসেন এবং মন্টু।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক।
তিনি সন্ধ্যায় বলেন, বিকেলে এই তিনজন রাস্তায় দাঁড়িয়ে চাঁদাবাজি করছিল। ছাত্র ও স্থানীয় জনতা তাদের ধরে থানায় দিয়েছে। এই তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, ‘এই তিনজন রাস্তার পাশে বিভিন্ন মার্কেট, স্থাপনার সামনে ও পাশে যানবাহন পার্কিংয়ের নামে টাকা আদায় করছিল। এভাবে টাকা তোলার কোনো বৈধ ভিত্তি নেই।’