উপজেলা সদস্যসচিব বললেন— ‘যুবদলে এখন নিয়ন্ত্রণ নেই’

2 days ago 7

‘৫ আগস্টের পর আমার নিজেরই কোনো দাম নাই, কেউ কাউকে মানছে না, যুবদলের আসলে কোনো নিয়ন্ত্রণ নেই।’ এভাবে নিজ দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে মন্তব্য করেন পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সদস্যসচিব বশির পঞ্চায়েত।

সম্প্রতি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ইমরান মৃধার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে ইমরানকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে সংবাদ প্রকাশিত হলে ইমরান যুবদলের নেতা কিংবা কর্মী নয় বলে দাবি করে পটুয়াখালী জেলা যুবদল। গত দুই এপ্রিল রাতে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এদিকে জেলা যুবদল ইমরানকে দলের কেউ না বলে দাবি করলেও উপজেলা যুবদলের সদস্যসচিব বলছেন ভিন্ন কথা। তিনি জানান, আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের যে কমিটি অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়েছে সেই কমিটিতে ইমরানকে সদস্যসচিব করা হয়েছে। তবে কমিটি এখনও অনুমোদন হয়নি। এদিকে কমিটির অনুমোদন না হলেও পুরো উপজেলা জুড়েই নিজেকে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দাবি করে পোস্টার ফেস্টুন টাঙ্গিয়ে সয়লাব করেছেন ইমরান মৃধা।

এ বিষয় জানতে চাইলে বাউফল উপজেলা যুবদলের সদস্যসচিব বশির মৃধা বলেন, আসলে যুবদলের কোনো নিয়ন্ত্রণ নাই। ৫ তারিখের পর পুরো উপজেলা জুড়েই এগুলো চলছে। যে যার মত করে পরিচয় লিখছে, কেউ লিখছে উপজেলা যুবদল, কেউ লিখছে জেলা যুবদল। তবে আমরা দুই বছর আগে জেলা যুবদলের কাছে ইউনিয়ন কমিটি প্লেস করেছি। জেলা এখনও কমিটি অনুমোদন দেয়নি।

jagonews24

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, যুবদলের নিয়ন্ত্রণ নেই এটি ঠিক না। আমরা ইউনিয়নের কমিটি অনুমোদনের জন্য কোনো তালিকা পাইনি। তবে এ বিষয় আমি খোঁজ খবর নিচ্ছি।

জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, বাউফল উপজেলা যুবদলের সদস্যসচিব যে বক্তব্য দিয়েছেন সেটি ঠিক না। কমিটি অনুমোদনের জন্য উপজেলা কমিটি জেলায় তালিকা পাঠাতে পারে, কিন্তু আমরা যাচাই বাছাই করেই কমিটি অনুমোদন দিব। তবে কিভাবে ইমরান নিজেকে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দাবি করে পোস্টার ব্যানার দিচ্ছে। এ পরিচয় ব্যবহার করছে সেবিষয় জানতে উপজেলা যুবদলের সদস্যসচিবকেও নোটিশ করা হবে।

এদিকে ইমরান মৃধা উপজেলা যুবদলের সদস্যসচিব বশির পঞ্চায়েতের নিজস্ব লোক হিসেবে পরিচিত, গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমেও ইমরান ও বশির পঞ্চায়েত গং দের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

Read Entire Article