উপদেষ্টা ফরিদার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

1 month ago 29

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের এরই মধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ বিষয়ে দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করে সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার অভিমত ব্যক্ত করেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে মালদ্বীপের হাইকমিশনার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ফরিদা আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনার ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপদেষ্টা বলেন, কার্যকরী দক্ষতা উন্নয়নে উভয় দেশ একসঙ্গে কাজ করতে পারে।

আইএইচআর/এমকেআর/জেআইএম

Read Entire Article