শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সোমবার (২৬ মে) বিকেলে মোবাইলে কথা বললে তিনি জানান, হামলা সংক্রান্ত খবরটি সঠিক নয়।
জেলা প্রশাসক বলেন, নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবন এলাকায় গারো পাহাড়ের ভেতর পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে আমরা ফিরছিলাম। আমার গাড়িটি উপদেষ্টার পরের গাড়িটি ছিল। এ বিষয়ে কেউ লেখে যে, উপদেষ্টার গাড়িবহরে হামলা হয়েছে। গাড়িতে থাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। আসলে এ ধরনের কিছুই হয়নি।
তিনি আরও বলেন, আমরা চলে আসার পর হয়তো স্থানীয় জনতার সঙ্গে দু-একজন সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। এসব সংবাদ যারা প্রচার করছে, তা মিথ্যা সংবাদ।
এর আগে সকালে নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফেরার পথে তার গাড়িবহরে হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উমর ফারুক সেলিম/জেডএইচ/এএসএম