উপদেষ্টা হাসান আরিফের প্রয়াণে পূজা পরিষদের শোক

4 hours ago 4

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ প্রেরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

এর আগে, এ এফ এম হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় নেতারা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।

Read Entire Article