সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্ম নেই : ডা. শাহাদাত

11 hours ago 7
সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মনে করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন মেয়র।   শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি থানা প্রাঙ্গণে সিটিজেনস ফোরামের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন। নগরের কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমানসহ আরও অনেকে। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালি থানার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Read Entire Article