উপসহকারী প্রকৌশলী নজরুলের ব্যাংকে ১ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

4 hours ago 10

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ৯টি হিসাবের ১ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎপূর্বক তার স্বার্থ-সংশ্লিষ্ট ১৩টি ব্যাংক হিসেবে ২৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন ও ওই সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিএফআইইউ থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকসমূহের হিসাবে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সংঘটিত হয়েছে। নজরুল ইসলাম ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

Read Entire Article