কলেজছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ, আটক ১০

4 hours ago 6

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে পাঁচ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা একটি মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং মাইক্রোবাস জব্দ করে। 

স্থানীয়রা জানায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে কলেজছাত্রীকে উদ্ধার করে এবং মাইক্রোবাসে আসা ১০ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক ১০ জনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ভুক্তভোগী কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি রাজশাহীর গোদাগাড়ির একটি কলেজের শিক্ষার্থী। সেখানে কলেজে যাওয়া-আসার পথে ওই এলাকার শফিউল ইসলাম নামে এক যুবক মেয়েটিকে যৌন নিপীড়ন করে। পরে মেয়েটি বনপাড়ায় তার বোনের বাড়িতে চলে যায়। মঙ্গলবার ওই কলেজছাত্রীর দুই সহপাঠী বান্ধবীসহ ৯ জনকে সঙ্গে নিয়ে শফিউল বনপাড়ায় যায়। 

একপর্যায়ে সহপাঠীদের সহযোগিতা নিয়ে ওই কলেজছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শফিউল। কলেজছাত্রী জানালা দিয়ে লাফিয়ে মাইক্রোবাস থেকে বের হয়ে চিৎকাল দিলে স্থানীয়রা শফিউলসহ ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Read Entire Article