উপহার নয়, ভালোবাসা বিলিয়ে দাও: কৃষক সোহাগকে খালেদা জিয়া

3 months ago 68

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক ও বিএনপি কর্মী মো. সোহাগ মৃধা ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু উপহার দিতে চেয়েছিলেন। এজন্য রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনেও হাজির হন তিনি। প্রিয় নেত্রীর জন্য যে গরুটি সোহাগ এনেছিলেন সেটির নাম ‘কালামানিক’।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে মোঃ সোহাগ মৃধা (পিতা: বেলায়েত হোসেন) নামের ওই কৃষক নিজ হাতে একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু উপহারস্বরূপ নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন।

তবে খালেদা জিয়া গরুটি গ্রহণ না করে সোহাগ মৃধাকে অনুপ্রাণিত করে বলেন, এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে কোরবানির ঈদ উদযাপন করো।

এ ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের জানান, ম্যাডাম গরুটি দেখেছেন। এমনকি লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটি দেখেছেন। তারা দুজনেই সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে খালেদা জিয়া স্পষ্ট করেছেন- এই উপহারের মধ্যে থাকা আবেগটিই তিনি গ্রহণ করেছেন, গরুটি নয়।

jagonews24.com

ডা. জাহিদ আরও বলেন, সোহাগ মৃধা তিন বছর আগে এক রাজনৈতিক সমাবেশে মানত করেছিলেন-আওয়ামী লীগ সরকারের পতন হলে এই গরুটি তিনি খালেদা জিয়াকে উপহার দেবেন। তিনি সেই মানত পালন করতে চেয়েছেন। কিন্তু খালেদা জিয়া মনে করেন, এই ভালোবাসার সবচেয়ে সঠিক জায়গা তার এলাকার মানুষের মাঝে।

কৃষক সোহাগ মৃধা সাংবাদিকদের জানান, ম্যাডাম নিজে এসে আমাদের খাবার দিয়েছেন। আমাদের কষ্ট সার্থক।

কেএইচ/এএমএ

Read Entire Article