উপাচার্য ঢাকায়, বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

10 hours ago 5

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের তৃতীয় দিনেও আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। আমরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে এরই মধ্যে বর্জন করেছি। এছাড়া ৬ দফা দাবির মধ্যে এই তিনটি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি রয়েছে। কিন্তু ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। যেহেতু তাদের বর্জন করা হয়েছে সেহেতু তাদের দ্বারা হওয়া সিন্ডিকেট সভার সিদ্ধান্তও আমরা বর্জন করেছি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন। উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় চলে গেছেন

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে। একইসঙ্গে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ২৮ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মো. আরিফুর রহমান/এফএ/জেআইএম

Read Entire Article