‘উৎসব হোক’ লিখে উপদেষ্টা আসিফের ফেসবুক স্ট্যাটাস

3 hours ago 4
‘উৎসব হোক!’ মন্তব্য করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধায় নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দুই শব্দের এই স্ট্যাটাস লেখেন তিনি।  এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’  ভারতে অবস্থানরত আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্ররা।  অনেকে ফেসবুকে শেয়ার করেছেন, ‘থাকবে না- ফ্যাসিবাদের আতুড়ঘর ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না’ লেখা একটি পোস্টার। এছাড়াও আজ রাত আটটায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল ঘোষণা করেছে ছাত্ররা। মিছিলে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বানও জানিয়েছে তারা।  ধারণা করা হচ্ছে, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস এই ঘোষণাকে ঘিরেই দেওয়া হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে তারা ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল নিয়ে যাওয়াকে বুঝিয়েছেন।    
Read Entire Article