উৎসবমুখর পরিবেশে আমিরাতে ঈদ উদযাপন

2 days ago 11
উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। গাল্ফ নিউজ প্রকাশিত বেশকিছু ছবিতে আমিরাতের বিভিন্ন মসজিদ ও ময়দানে মুসল্লিদের মুসল্লিদের ব্যাপক ভিড়  দেখা গেছে।  সৌদি আরবের প্রতিবেশী দেশটিতে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে রোববার (৩০ মার্চ) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  গালফ নিউজ জানিয়েছে, আমিরাতে রোববার (৩০ মার্চ) ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে। দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  এর আগেই আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে আরব আমিরাতের সময় দুই ঘন্টা পিছিয়ে রয়েছে।  রাজধানী আবুধাবিতে ঈদের জামাত স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কানে ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে। শারজাহের বাদশাহ ফয়সাল মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজের জন্য একত্রিত হন। সেখানে নারীরাও দলে দলে জামাতে শরীক হয়েছেন। নামাজের পর আরব্য শিশুদের ঝুড়িতে করে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের চমৎকার দৃশ্য দেখা যায়।   
Read Entire Article