উৎসবমুখর হয়ে উঠেছে জবি শিবিরের মৌসুমি ফল উৎসব 

2 months ago 5
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। উৎসবমুখর পরিবেশে চলছে এই ফল উৎসব।  বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ফল উৎসব উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে তারা। দিনব্যাপী এই উৎসব চলবে বলে জানান আয়োজকরা। এ বিষয়ে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’  উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখেও অন্যান্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের জন্য কাজ করবে।  এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, ছাত্র হল ১ এর প্রোভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  এদিন সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফল উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায়। বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, উন্মুক্ত পরিবেশে সব শিক্ষার্থীর জন্য এই আয়োজন অনেক মুগ্ধ করেছে। নিশ্চয়ই শিবিরের এই উদ্যোগ ব্যতিক্রম। 
Read Entire Article