দেশের ফুটবলে পাহাড়ি কন্যাদের তালিকা করলেই সবার ওপরে থাকবে ঋতুপর্ণা, মনিকা চাকমা ও রূপনা চাকমাদের নাম। জাতীয় দলকে আরো শক্তিশালী করতে পাহাড়ি ফুটবলারের খোঁজে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এমপাওয়ারিং হিল ওমেন পার্সুই ফুটবল ক্যারিয়ার্স শীর্ষক সোসাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাফুফে।
তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত ৪৫ জন নারী ফুটবলার নিয়ে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে চার দিনব্যাপী আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। পাশাপাশি দুই দিনব্যাপী চাইল্ড সেফগার্ডিং ট্রেনিং প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।
তিনজন প্রশিক্ষক এই আবাসিক ক্যাম্প ও ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করবেন। আদিবাসী স্থানীয় প্রশিক্ষকদের জন্য থাকবে এক দিনব্যাপী আরেকটি কর্মশালা। ট্রেনিং কর্মশালা শেষে ৪৫ জন নারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে একটি ফুটবল ম্যাচ। সেখান থেকে বাছাইকৃত ১২ জন খেলোয়াড়কে আগামী ১ বছর দেয়া হবে শিক্ষা বৃত্তি। অংশ নেওয়া ৪৫ জন নারী খেলোয়াড়কে দেওয়া হবে শিক্ষা উপকরণ।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের কর্মকর্তা নেইল গডফ্রে স্টা মারিয়া।
আরআই/এমএমআর/জেআইএম