ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

2 months ago 7
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তার অবস্থান নিয়ে চলছিল নানা গুঞ্জন। বিশেষ করে শোনা যাচ্ছিল, তিনি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়েছেন। যদিও সে সময় বিষয়টি সাফ অস্বীকার করেছিলেন ঋতুপর্ণা। তবে ফেরদৌস যে এখনো তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার ইঙ্গিত মিলেছে সম্প্রতি। নিজের জন্মদিনে ফেরদৌসের পাঠানো একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ঋতুপর্ণা নিজেই। রোববার (১৫ জুন) নিজের ফেসবুক হ্যান্ডেলে ফেরদৌসের লেখা একটি কবিতার স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রী লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার কাছে খুব মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে খুব মিস করেছি। আশা করি, শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।” তার এই ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট, ফেরদৌস এখনো ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগে আছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় অনেক নেতা-কর্মীর মতো আত্মগোপনে চলে যান ফেরদৌস আহমেদ। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঋতুপর্ণার এই পোস্ট নতুন করে ফেরদৌসের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে নেট দুনিয়ায়।
Read Entire Article