এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

6 hours ago 4

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফাইজার রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকা থেকে আসা  এআই গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। সেমিনারের সভাপতিত্ব করেন ইইই বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদ। 

ইইই এবং সিএসই বিভাগ থেকে প্রায়  চারশর বেশি শিক্ষার্থী এবং প্রায় ২০ শিক্ষক সেমিনারটিতে অংশগ্রহণ করেন। 

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক প্রকৌশলী ইসরাফিল মাসুম আইসিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এআই বিষয়ক ওয়ার্কশপ এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন এবং পাশাপাশি আলফানেট বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে লাইভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ দেখান। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব স্থাপনের জন্যও গুরুত্বারোপ করেন। 

এ সেমিনারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Read Entire Article