এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি আনলো সনি-হোন্ডা

1 day ago 4

সনি গ্রুপ এবং হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে তৈরি এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’ বাজারে আনছে সনি-হোন্ডা মোবিলিটি (এসএইচএম)। মঙ্গলবার (৭ জানুয়ারি) লাস ভেগাসে শুরু হওয়া প্রযুক্তি মেলা সিইএস ২০২৫-এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৯০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক কোটি টাকারও বেশি।

এসএইচএমের চেয়ারম্যান ইয়াসুহিদে মিজুনো বলেন, সিইএস ২০২৩-এ প্রোটোটাইপ উন্মোচনের মাত্র দুই বছরের মধ্যে আমরা আফিলার প্রায় চূড়ান্ত সংস্করণ দেখাতে পেরেছি।

আরও পড়ুন>>

প্রথমে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য আফিলা গাড়িটি প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হচ্ছে। এটি দুটি মডেলে পাওয়া যাবে। বেস মডেলের দাম শুরু হবে ৮৯ হাজার ৯০০ ডলার থেকে, আর সিগনেচার মডেলের দাম হবে ১ লাখ ২ হাজার ৯০০ ডলার (১ কোটি ২৫ লাখ টাকা প্রায়)।

গাড়িটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংযুক্ত ভয়েস ইন্টারফেস রয়েছে, যা দিয়ে চালক গাড়ির বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন। বিনোদনের জন্য এতে ইন-কেবিন ডিসপ্লে, ইমার্সিভ সাউন্ড সিস্টেম এবং নয়েজ-ক্যানসেলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা গাড়ির ভেতর সঙ্গীত, সিনেমা এবং গেমিংয়ের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এদিন আফিলা উন্মোচনের সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। এসএইচএম উদ্বেগ প্রকাশ করেছে যে, বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর দেওয়া ভর্তুকি কাটছাঁট হলে এই বাজারে চাহিদা ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

সূত্র: নিক্কেই এশিয়া
কেএএ/

Read Entire Article