এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

3 hours ago 6

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফল ২০২৫-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের নতুন শিক্ষার্থীরা তাদের অভিভাবকসহ অংশগ্রহণ করেন। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা, নিয়মাবলি এবং শিক্ষাজীবনে সহায়ক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে একাডেমিক যাত্রা শুরু করার আহ্বান জানান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। 

নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, হেড ও ডিরেক্টরগণ তাদের নিজ নিজ অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা নতুন শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল সেশন পরিচালনা করেন। 

দিনব্যাপী এ আয়োজনে এআইইউবির বিভিন্ন স্টুডেন্ট ক্লাব তাদের কার্যক্রম ও সদস্যপদ সম্পর্কে তথ্য প্রদান করে। অনুষ্ঠানের শেষে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের (এপ্যাক) পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Read Entire Article