বার্সেলোনা জার্সিতে দারুণ মৌসুম কাটিয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি। গত শুক্রবার মলদোভার বিপক্ষে প্রীতি ম্যাচে পোল্যান্ড জার্সিতে নামেননি তিনি। পোলান্ডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে পিওতর জেলিনস্কিকে। তাতে চটেছেন লেভা। জানালেন, যতদিন মিখাও প্রবিয়েশ কোচের দায়িত্বে আছেন, ততদিন পোল্যান্ড জার্সিতে আর খেলবেন না। মঙ্গলবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে নামবে পোল্যান্ড। স্কোয়াড থেকে আগেই […]
The post এই কোচ থাকলে খেলবেন না লেভান্ডোভস্কি appeared first on চ্যানেল আই অনলাইন.