এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় মায়ের ওপর অভিমান করে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থীর মামা জানান, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয় ওই শিক্ষার্থী। পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় মায়ের বকাঝকায় অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/এমএস