এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন

1 hour ago 2
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ (খাতা চ্যালেঞ্জ) ফল আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনর্নিরীক্ষণের ফল ১৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরেও এসএমএস পাঠানো হবে। এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর, যা শেষ হয় ২৩ অক্টোবর। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এবার শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়নি। সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসেও আবেদন গ্রহণ করা হয়নি।
Read Entire Article