চাঁদপুরের এক গ্রামে বসবাস করে পাঁচ সদস্যের এক পরিবার। আর্থিক অনটনের মধ্যে দিন কাটত তাদের। স্বচ্ছলভাবে জীবনযাবনের প্রত্যাশা তাদের কাছে ছিল স্বপ্নেরও অতীত। একদিন সুযোগ আসে বাড়ির বড় ছেলে রাসেলের সৌদি পাড়ি দেওয়ার। ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছু। বিদেশের মাটিতে রাসেলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের কারণেই তার পরিবার দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত হয়—তার পরিবারের সদস্যরাও স্বচ্ছলভাবে জীবনযাপনের... বিস্তারিত