এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে-অফে থেমে গেল ঢাকা আবাহনীর স্বপ্ন

4 weeks ago 11

এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে পৌঁছানোর স্বপ্ন ভেঙে গেছে ঢাকা আবাহনীর। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরে প্লে-অফেই থেমে গেল বাংলাদেশের প্রতিনিধিরা। এই জয়ের মধ্য দিয়ে অভিষেক আসরেই মূলপর্বে জায়গা করে নিল মুরাস ইউনাইটেড।

শুরুতে মুরাস ইউনাইটেড আক্রমণের ঝড় তুললেও, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কিছুটা ছন্দ হারায় তারা। ফলে প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। আবাহনীর হয়ে মালির সুরেমান দিয়াবাতে, স্থানীয় শেখ মোরসালিন, আল আমিন ও সৈয়দ কাজেম শাহ কিরমানীর অভিষেক হয় এই ম্যাচে। তবে একমাত্র বিদেশি দিয়াবাতে পুরোপুরি ফিট না হলেও অভিজ্ঞতার জোরে লড়াই করেছেন প্রতিপক্ষের সুঠাম ডিফেন্ডারদের সঙ্গে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে বাঁ প্রান্ত থেকে আলিগুলভের ক্রসে ওলেহ মারচুকের শট পোস্টের বাইরে গেলে রক্ষা পায় আবাহনী। ১৪তম মিনিটে শেখ মোরসালিনের ভলি প্রতিপক্ষ গোলকিপার রাচভের গায়ে লেগে বাইরে যায়। ২২তম মিনিটে মিতুল মারমা দুর্দান্ত সেভ করে রক্ষা করেন দলকে। বিরতির আগে আল আমীন ও দিয়াবাতের সমন্বয়ে কিছু আক্রমণ এলেও তা ফলপ্রসূ হয়নি।

দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিট পরই (৪৮’) আসে প্রথম গোল। আন্দ্রি বাতসুলার বাম দিকের নিখুঁত ক্রসে ফ্রি-হেডে জাল খুঁজে নেন আতাই ঝুমাসেভ—মিতুল মারমার কোনো সুযোগ ছিল না (১-০)। ৭২তম মিনিটে মোরসালিনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে বাইরে যায়। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২’) কামরুল ইসলামের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের মধ্যে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন ঝুমাসেভ (২-০)।

শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নেয় মুরাস ইউনাইটেড, আর আবাহনীর জন্য প্লে-অফেই শেষ হয় এবারের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান।

Read Entire Article