এক কোরালের দাম ২০ হাজার টাকা

2 weeks ago 10
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। যা ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। জেলে জালাল মাঝির কাছ থেকে মাছটি কিনে নেন ব্যবসায়ী খলিল খান। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশে মাছটি নেওয়া হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। এ বিষয়ে জালাল মাঝি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ কোরাল মাছটি ধরা পড়ে। সুস্বাদু হওয়ায় এসব মাছের চাহিদা অনেক। খুব ভালো দামে বিক্রি করেছি। ক্রেতা খলিল মাঝি বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি। এমন বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই জেলের চাহিদা অনুযায়ী ১ হাজার ১০০ টাকা কেজি ধরে মাছটি ডাকের মাধ্যমে মাছটি কিনেছি। খুব ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করি। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরও ধরা পড়বে বলে আাশা রাখি।
Read Entire Article