এক ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

3 weeks ago 8

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাত ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ আগুন লাগে এ বস্তিতে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওয়ানা দেয়। তবে রাস্তায় যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে দেরি হয়।

ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। এরপর সাত ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ১২ মিনিটে। তবে আগুন এখনো নির্বাপণ হয়নি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

টিটি/এমএএইচ/জিকেএস

Read Entire Article