জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি সাব-ব্র্যান্ড রেডমি আনছে নতুন স্মার্টওয়াচ। এবার নতুন একটি নতুন স্মার্ট ব্যান্ড। শাওমির রেডমি ব্যান্ড ৩ ফিটনেস ট্র্যাকার হিসেবে অনেক ভালো ফিচার অফার করে। এটি বেশ কিছু উন্নত ফিচার এবং সুবিধা নিয়ে এসেছে যা ব্যবহারে আরাম এবং কার্যকারিতা বাড়িয়ে তুলেছে।
এতে দেওয়া হয়েছে ১.৪৭ ইঞ্চির টিএফটি রঙিন ডিসপ্লে। যা স্পর্শ-সংবেদনশীল এবং কন্টেন্ট সহজে দেখা যায়। ডিসপ্লের ব্রাইটনেসও ভালো, ফলে রোদের মধ্যে দেখতে সমস্যা হবে না।
স্মার্ট ব্যান্ডে রিয়েল-টাইম হার্ট রেট মনিটরিং সিস্টেম রয়েছে, যা পুরো দিন ধরে হার্ট রেট ট্র্যাক করতে সহায়তা করে। এছাড়া রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করার জন্য SpO2 সেন্সর আছে, যা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ। ঘুমের ধরণ ও গুণাগুণ বুঝতে সাহায্য করে, যা আপনার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উপকারী।
রেডমি ব্যান্ড ৩ এ বেশ কিছু স্পোর্টস মোড রয়েছে (যেমন-হাঁটা, দৌড়ানো, সাইক্লিং ইত্যাদি)। এটি ফিটনেস এবং এক্সারসাইজ ট্র্যাকিংয়ের জন্য কার্যকরী একটি ডিভাইস। এটি একবার চার্জে প্রায় ১৮ দিনের ব্যাটারি লাইফ দেয়, যা দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক কার্যকর। ব্যাটারি লাইফ ব্যান্ডটির প্রধান আকর্ষণগুলোর একটি।
৫এটিএম পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় এটি পানিতে ডুবিয়ে ব্যবহার করা যায় এবং সাঁতারের সময়ও এর কার্যকারিতা থাকে। এছাড়া পাবেন নোটিফিকেশন অ্যালার্ট কল, এসএমএস, এবং বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন রিসিভ করতে পারে।
ব্যান্ড থেকে মিউজিক কন্ট্রোল করা সম্ভব, ফলে স্মার্টফোনের সাথে কম্প্যাটিবল হয়ে মিউজিক শুনতে সুবিধা হয়। ফাইন্ড মাই ফোন ফিচারের মাধ্যমে স্মার্টফোন হারিয়ে গেলে সহজে খুঁজে পেতে সহায়তা করে। এর কমপ্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইন যে কোনো আউটফিটের সঙ্গে মানানসই।
কালো, বেইজ, গাঢ় ধূসর, সবুজ, গোলাপি এবং হলুদ- এই রংগুলোর বিকল্পে পাওয়া যাবে স্মার্ট ব্যান্ডটি। এই মুহূর্তে চীনের বাজারে স্মার্ট ব্যান্ডটি পাওয়া যাচ্ছে। তবে আমাদের দেশে শিগগির হয়তো স্মার্ট ব্যান্ডটি আনবে সংস্থা।
সূত্র: গ্যাজেট৩৬০
কেএসকে/ জিকেএস