এক ছটাক ধানও যায়নি পরশুরামের খাদ্যগুদামে

6 hours ago 8

আমন ধান সংগ্রহ অভিযান শেষ হওয়ার সাড়ে তিন মাসে এক ছটাক ধানও কিনতে পারেনি ফেনীর পরশুরাম উপজেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষ (এলএসডি)। সরকার নির্ধারিত দামের চেয়ে এবার চালের বাজারমূল্য বেশি। তাই কৃষক চলতি মৌসুমে গুদামে ধান দিচ্ছেন না।

উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, চলতি মৌসুমে পরশুরামে ৩৬২ টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযান শুরু হয় গত ১৮ নভেম্বর। অভিযান শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এই নির্দিষ্ট সময়ের তিন মাস পেরোলেও এক ছটাক ধানও সংগ্রহ করা যায়নি। অন্যদিকে প্রতি মণ ধানের বর্তমান বাজারদর ১ হাজার ৪০০ টাকা। 

উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল হাসান নোমান কালবেলাকে জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারমূল্য বেশি থাকায় কৃষকরা গুদামে ধান দিচ্ছেন না। বাজারে বিক্রি করছেন। ফলে আমন ধান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। 

তিনি আরও বলেন, এবার বন্যার কারণে ধান উৎপাদনও কমেছে। ফলে কৃষকরা খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারছেন না।

উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম নুর উদ্দিন কালবেলাকে বলেন, বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রিতে রাজি হচ্ছেন না। তাই এবার পরশুরামে ধান সংগ্রহ করা সম্ভব হয়নি।

Read Entire Article