এক তক্ষক নিয়ে আটক ৯
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
রোববার (১৫ জুন) ভোরে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা এলাকা থেকে তক্ষক উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তক্ষক পাচারের খবরে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় তক্ষক নিয়ে আসা মাইক্রোবাস তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতর থেকে তক্ষক উদ্ধার ও জড়িত থাকা ৯ জনকে আটক করা হয়।
কলমাকান্দা থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান কালবেলাকে জানান, তক্ষকসহ আটক ৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। তক্ষক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত থাকার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।