এক দলের ১০ জন রিটায়ার্ড আউট, ইতিহাসেই প্রথম

3 months ago 11

অদ্ভূত এক ঘটনার সাক্ষী হলো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট। একই দলের ১০ ক্রিকেটারই হয়েছেন ‘রিটায়ার্ড আউট’!

আজ শনিবার ব্যাংককে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। আরব আমিরাতের ১০ জন ক্রিকেটার ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়েন।

আগে ব্যাট করতে নামা আরব আমিরাত ইনিংসের ১৬ ওভার পর্যন্ত ঠিকমতোই খেলছিল। ওই সময় তাদের স্কোরবোর্ডে রান ছিল বিনা উইকেটে ১৯২। ইশা ওজা ৫৫ বলে ১১৩, আরেক ওপেনার থির্থা সাতিশ ৪২ বলে ৭৪ রান নিয়ে অপরাজিত ছিলেন।

এরপর আমিরাত সিদ্ধান্ত নেয় তারা আর ব্যাটিং করবে না। যে কারণে নিজেদের সব ব্যাটারকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে। যেহেতু টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম নেই, তাই অদ্ভূত এই কৌশল অবলম্বন করেন আমিরাতের ব্যাটাররা। ফলে ১৯২ রানেই অলআউট হয় তারা।

বিরল এই ঘটনার অবতারণা করে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলো আমিরাত। আন্তর্জাতিক ক্রিকেটে (পুরুষ বা নারী মিলিয়ে) প্রথমবারের মতো একই দলের দুইজনের বেশি ব্যাটার রিটায়ার্ড আউটের রেকর্ড হলো।

১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে কাতার অলআউট হয় মাত্র ২৯ রানে ১১.১ ওভারে। এতে ১৬৩ রানের বিশাল জয় তুলে নেয় আমিরাত। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে খেলা হয় ২৭.১ ওভার।

এই ম্যাচে আমিরাতের ৮ জন আর কাতারের ৭ জন ডাক মারেন। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ডাকের সংখ্যা ১৫টি, যা নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক রেকর্ড।

এমএইচ/

Read Entire Article