এক নজরে দেখে নিন জাতিসংঘে প্রথম দিন যা ঘটল

1 hour ago 3

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। মঙ্গলবার সাধারণ বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ যা ঘটল...

  • জাতিসংঘের ঐতিহ্য অনুসারে, সদস্য রাষ্ট্র থেকে ব্রাজিল প্রথম ভাষণ দেয়। দেশটির রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলার নিন্দা জানান।
  • এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫৫ মিনিটের দীর্ঘ ভাষণ দেন। তিনি জাতীয়তাবাদকে উৎসাহিত করে নানা কথা বলেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং জাতিসংঘের নিন্দা করেন।
  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় হামাস নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টানেন। তিনি ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করেন।
  • জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও তার ভাষণের বেশিরভাগ অংশ ফিলিস্তিনিদের দুর্দশার ওপর আলোকপাত করেন। উল্লেখ করেন, ইসরায়েলের অন্যায়গুলো কয়েক দশক ধরে চলে আসছে।
  • দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এটি বিশ্বের জন্য অপ্রতিনিধিত্বশীল একটি পরিষদ।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়িতে পা রাখামাত্রই সেটি থেমে যায়। পরে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ প্রসঙ্গ তুলে হাসিঠাট্টাও করেন।
  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণে হাল না ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বকে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তি, মর্যাদা, ন্যায়বিচার, মানবতার জন্য তার মিশন হাল ছাড়বে না বলেও তিনি ঘোষণা করেন।
Read Entire Article