এক পরিবর্তন নিয়ে সুইসদের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড

3 months ago 28

টানা দ্বিতীয় ইউরো টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। নামে ও ভারে সুইসদের থেকে অনেক এগিয়ে থাকলেও ইংল্যান্ডের ফুটবলাররা তাদের পারফরম্যান্স দিয়ে মন ভরাতে পারছে না সমর্থকদের।

তাই দলে এক পরিবর্তন নিয়ে আজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে গ্যারাথ সাউথগেটের দল। ইংলিশরা তাদের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। মার্ক গুয়ের পরিবর্তে এজরি কনসাকে একাদশে নামানো হচ্ছে।

অন্যদিকে সুইজারল্যান্ডও বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে। এখন পর্যন্ত সবরকম প্রতিযোগিতা মিলিয়ে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ইংল্যান্ড জিতেছে ১৯টি ম্যাচে ও সুইসরা জিতেছে মাত্র ৩টি ম্যাচে। শাকিরিদের সর্বশেষ জয়টি এসেছিল ১৯৮১ সালে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে তারা ২-১ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে।

ইংল্যান্ড একাদশ

জর্দান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, এজরি কনসা, কিরেন ট্রিপিয়ার, ডেকলান রাইস, কবি কাইনো, বাকায়ো সাকা, জুদ বেলিংহ্যাম, ফিল ফোডেন, হেরি কেইন।

সুইজারল্যান্ড একাদশ

ইয়ান সোমার, ফাবিয়ান শার, মানুয়েল আকাঞ্জি, রিকারদো রড্রিগেজ, ডান এনদোয়ে, রেমো ফ্রুয়েলার, গ্রানিত জাকা, মিসেল আবেশার, ফাবিয়ান রেইডার, রুবেন ভারগাস, ব্রেল এমবোলো।

আরআর/আইএইচএস/

Read Entire Article