এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আর কোনো সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে চাই না। বিগত সরকার ১৭ বছর ক্ষমতায় থেকে সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে। গুম, খুন, হামলা, মামলা, অত্যাচার-নিপীড়নসহ লাখ লাখ কোটি টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর বৈষম্য দূর হবে কিন্তু হয়নি। চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি, টেন্ডারবাজি, সবই হচ্ছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। কিন্তু এর জন্য মানুষ রক্ত দেয়নি। তাই ওদের পথে ও কথায় আমরা চলব না।
তিনি আরও বলেন, বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল আজকের নতুন বাংলাদেশ। দেশের মানুষ অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, শত শত মানুষ রক্ত দিয়েছে, নিহত হয়েছে কিন্তু বৈষম্য দূর হয়নি। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে দেশে শান্তি আসবে। আমরা এ পরিবর্তন করেছি, বি পরিবর্তন করেছি, সি-ও পরিবর্তন করেছি কিন্তু চোরের মাধ্যমে চুরি পরিবর্তন করা যায় না। ঠিক তেমনি দুর্নীতিবাজ রেখে দুর্নীতি বন্ধ করা যাবে না। আগে খেয়েছে রিন্টু এখন খাচ্ছে সেন্টু। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে। কিন্তু দেশ ও নীতির পরিবর্তন হয়নি। তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না।
ফয়জুল করিম বলেন, ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস সম্পদ রয়েছে। ভোলার গ্যাস ১৬ টাকায় নিয়ে ৪৭ টাকা বিক্রি করা হচ্ছে অথচ ভোলার মানুষ গ্যাস পাচ্ছে না। এ বৈষম্য অবশ্যই দূর করতে হবে। ভোলার মানুষের দাবি, বাসাবাড়িতে আগে গ্যাস সংযোগ দিয়ে তবেই অন্যত্র নেওয়া সম্ভব। ভোলার গ্যাস বাইরে নিতে হলে ভোলা-বরিশাল সেতুসহ শিল্প কলকারখানা গড়ে তুলে তবেই গ্যাস দেশের বিভিন্ন স্থানে নেওয়া যেতে পারে। এ সময় তিনি অনতিবিলম্বে বাসাবাড়িতে গ্যাস না দিলে আগামী ৬ ডিসেম্বর ভোলা ইন্ট্রাকো এলপিজি স্টেশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।