এক বছরে স্টার্কের দাম কমলো ১৩ কোটি

1 month ago 27

গতবার আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। শুধু গতবারই নয়, আজকের আগ পর্যন্ত আইপিএল ইতিহাসেরই সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হওয়ার রেকর্ডটি ছিল অসি পেসারের।

গতবার স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। স্টার্ক অবশ্য শুরুতে তেমন ঝলক দেখাতে পারেননি, পারেননি দামের প্রতি সুবিচার করতে। বেশ খরুচে ছিলেন, কেকেআরকে অনেক ম্যাচেই ভুগতে হয়েছে।

তবে প্লে-অফে এসে আমূল বদলে যায় স্টার্কের পারফরম্যান্স। ফাইনালেও পান ২ উইকেট। সবমিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান ছিল স্টার্কের।

সেই স্টার্ককে এবার ধরে রাখতে চায়নি কেকেআর। ফলে নিলামে আসে তার নাম। সেই নিলামে আজ স্টার্কের বড় দরপতন হলো। অসি গতিতারকাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে কিনলো দিল্লি ক্যাপিটালস। গতবার ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। অর্থাৎ এক ধাক্কায় ১৩ কোটি রুপি দাম কমে গেলো স্টার্কের।

এমএমআর/জিকেএস

Read Entire Article