এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের
চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগামী এক বছরের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে ডিটি রোডের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র।
মেয়র বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে নগরের ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে। এতে নগরের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি নগরের আলোকায়ন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেয়র জানান, ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে সড়ক সংস্কার, ড্রেন, ফুটপাত ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫০০ মিটার ড্রেন, আরসিসি স্ল্যাব ও ফুটপাত নির্মাণ, পেভমেন্ট টাইলস ও কার্ব স্টোন বসানো, গাছ লাগানো এবং রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও ক্যাটস আই বসানোর কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, ইয়াছিন চৌধুরী লিটন, জয়নাল আবেদীন, হাজী সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, কামরুন নাহার লিজা, মো. আলী, জাহেদুল ইসলাম, এম এ মুছা বাবলু, ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আজিজুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

6 hours ago
9









English (US) ·