এক বোনের মৃত্যুর কথা শুনে অপর বোনের মৃত্যু

1 month ago 23

নওগাঁর মহাদেবপুরে এক বোনের মৃত্যুর খবর শুনে মারা গেলেন আরেক বোন। শনিবার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার সরস্বতীপুর সরকার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলেন- উপজেলার সরস্বতীপুর সরকার পাড়া এলাকার মৃত সংকর সরকারের মেয়ে লক্ষ্মী রাণী (৬৫) ও সরস্বতী রাণী (৬৫)। তারা দুজন যমজ।

স্থানীয়রা জানান, লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সবাই সরস্বতীপুর সরকার পাড়ায় বাবার বাড়িতে থাকেন। লক্ষ্মী রাণীর হার্টের সমস্যা ছিল। শনিবার ভোরে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষ্মী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণীও সঙ্গে সঙ্গে মারা যান।

নিহত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর চার বোন স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। আজকে এক সঙ্গে দুই যমজ বোন মারা গেছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read Entire Article