এক যুগ পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

3 weeks ago 18

প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় এক যুগ পর দেশে ফিরছেন। আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে আসছেন। 

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যের শুরু থেকেই জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছর ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান।

এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

Read Entire Article