‘এক যুগেও শেষ হয়নি তাজরীনের ঘটনার বিচার’

1 month ago 30

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার এক যুগ উপলক্ষে কারখানাটির সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন, আহত শ্রমিক, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ায় কারখানাটির সামনে এ শ্রদ্ধা জানানো হয়। প্রথমে নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান।

এরপর শিল্পপুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে ব্যানার হাতে ফুল দিয়ে অস্থায়ী বেদি বানিয়ে নিহতদের শ্রদ্ধা জানায়।

এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটারস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, তাজরীনের ঘটনার এক যুগ। কিন্তু এখনো এ ঘটনায় কোনো বিচার সম্পন্ন হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। আমাদের দাবি তাজরীনের ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতাল তৈরি করা হোক। খুনি দেলোয়ারের ফাঁসি হোক।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এসময় আহত হন দুইশোর অধিক শ্রমিক।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এমএস

Read Entire Article